দুই পক্ষের গোলাগুলিতে এক ছাত্র নেতার মৃত্যুর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার বেলা ১১টার মধ্যে ছাত্রদের এবং বেলা ২টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. আইনুল হক জানান, সকালে সিন্ডিকেটের জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধের এই সিদ্ধান্ত হয়। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফের সভাপতিত্বে সিন্ডিকেটের সভায় সব বিভাগের ডিনরা উপস্থিত ছিলেন বলে জানান প্রক্টর।
শোকের মাস উপলক্ষে ১ অগাস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা নিয়ে ছাত্রদের দুই পক্ষ সংঘর্ষে জড়ালে মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র সাইফুল খালিদ নিহত হন, আহত হন আরও অন্তত ১১ জন।
সাইফুল খালিদ কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি দাউদকান্দি উপজেলার জয়নাল আবদিনের ছেলে। আহত অন্যদের কমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।