গরীব-দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করেছে অন-লাইন নিউজ পোর্টাল ‘কক্সবাজার খবর’ পরিবার। আনুষ্ঠানিক ভাবে এ বিতরণ কার্যক্রম সোমবার ৪ জুলাই ২৮ রমজান, বিকেলে সম্পন্ন হয়েছে।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন টেনিস মাঠে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা ও কক্সবাজার খবর’র সম্পাদক প্রকৌশলী বদিউল আলম।
কক্সবাজার খবর’র প্রধান সম্পাদক ও জাতীয় দৈনিক নবরাজের কক্সবাজার প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ মাসুদ কুতুবী। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ি ও সমাজ সেবক মো: আয়ুবুর রহমান ও মানবাধিকার সংগঠক এস.এম ছৈয়দ উল্লাহ আজাদ।
উপস্থিত ছিলেন-কক্সবাজার খবর’র নির্বাহি ও বার্তা প্রধান এস.এইচ মুক্তা, বিনোদন প্রধান আশিক বন্ধু, প্রধান প্রতিবেদক সোহরাব হোসাইন চৌধুরী, শহর সংবাদদাতা শাহ নেওয়াজ, ভ্রাম্যমান সংবাদদাতা আবদুল বাছেত খান, সাংবাদিক রফিকুল ইসলাম সোহেল, চিত্রগ্রাহক লিয়াকত আলী ও কবি বিপ্লব সরকার প্রমুখ।
উল্লেখ্য, ১লা জানুয়ারি ২০১৫ সালে ‘কক্সবাজার খবর’ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণকর কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ও জনকল্যাণের কথা চিন্তা করে ‘কক্সবাজার খবর’ পরিবার এবার ইফতার মাহফিল বাতিল করে অন্তত অর্ধশত গরীব-দু:স্থ ও অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সেমাই-চিনি বিতরণ করেছে। এ ধারাবাহিকতায় অব্যাহত থাকবে। এতে সকলের ভালোবাসা ও সহযোগিতা চেয়েছে অনলাইন গণমাধ্যম ‘কক্সবাজার খবর’ পরিবার।