অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা রোধে অনলাইন নিউজপোর্টাল এবং সাংবাদিক রেজিষ্ট্রেশন আওতায় আনতে বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। কেননা ঘনঘন অনলাইন নিউজপোর্টাল হয়ে যাওয়ায় হলুদ সাংবাদিকতার প্রভাব বিস্তার লাভ করছে দিন দিন। রমরমা সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আইডি কার্ড দেওয়ার নামে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে সহজ সরলদের কাছ থেকে হাজার হাজার টাকা। এতে করে তৈরি হচ্ছে নানা অপরাধ প্রবণতার ধুম্রজাল। আর এসব চটকদার বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছে শীর্ষ দৈনিক পত্রিকাগুলোতেও।
এতে বিস্তার পাচ্ছে অপসাংবাদিকতার ভয়ংকর প্রবণতা। দেশে কী পরিমাণ অনলাইন নিউজ পোর্টাল রয়েছে তার হিসাব নেই তথ্য অধিদফতরেও। সে হিসেবে দেশের সকল অনলাইন নিউজপোর্টালগুলোর নিবন্ধন করতে বাধ্যতামূলক করতে ইতিমধ্যে সময় বেঁধে দিয়েছে পিআইডি অর্থাৎ তথ্য অধিদফ্তর। দেশের সকল অনলাইন নিউজ প্রকাশনা, নিউজ এজেন্সি, নিউজ পোর্টাল, বাংলা ও ইংরেজি দৈনিকের অনলাইন নিউজ প্রকাশনা,অনলাইন রেডিও এবং অনলাইন টিভি’র নিবন্ধন করার ৩১ জানুয়ারী/১৬ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নিউজপোর্টাল নিবন্ধনের নিয়মের ব্যাপারে হয়েছে একজন প্রকাশক/সম্পাদক/সত্ত্বাধিকারী অনলাইন নিউজ প্রকাশনা, অনলাইন টিভি,রেডিওর সম্প্রচারের নিবন্ধন সংক্রান্ত আবেদন জমা দিতে হবে। জমা দেয়ার পর সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক সন্তোষজনক রিপোর্ট পাওয়ার পর তথ্য অধিদফতর কর্তৃক রেজিস্ট্রেশন (তালিকাভুক্তি) বিষয়ে পত্র মারফত আবেদনকারীদের জানিয়ে দেয়া হবে। এতে করে নিউজপোর্টালগুলো পিআইডির তালিকাভুক্ত থাকলে অসত্য, ভ্রান্তিকর তথ্য প্রকাশ প্রবণতা কমে আসবে।
এদিকে অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন পাশাপাশি সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। সারাদেশে সাংবাদিকদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে এবং সনদ দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। সারাদেশে সাংবাদিকদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। পাশাপাশি সনদও দেয়া হবে। ওয়েবসাইটে সাংবাদিকদের নাম ও ছবিসহ তালিকা থাকবে। সাংবাদিকদের শপথ নিতে হবে। অন্যায় করলে সনদ বাতিল করা হবে। এর মাধ্যমে আশা করা যায় হলুদ সাংবাদিকতা কমে যাবে বলে মন্তব্য করেন।
হলুদ সাংবাদিকতা ও সাংবাদিকের পরিচয়পত্র প্রসঙ্গে তিনি বলেন, এটি করা গেলে স্কুল পাসসহ যে কেউ সাংবাদিক হতে পারবেন না। এছাড়া কোথাও সমস্যা হলে ওয়েবসাইট দেখিয়ে বলতে পারবেন তিনি সাংবাদিক। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সতর্ক থাকতে হবে যাতে মহান মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়। এখানে কোনো ধরনের অপসাংবাদিকতা নয়। সাংবাদিকদের দেশের চতুর্থ স্তম্ভ বলা হয়। এই আসনকে সমুন্নত রাখতে হবে।