অপরহরণের ১৫ ঘন্টা পর কক্সবাজারের মহেশখালীতে ফাঁকা গুলি করে আতঙ্ক ছড়িয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোর রাত ৫ টার দিকে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের জাইল্ল্যার ঘোনা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কালারমারছড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই নির্মল চাকমা।
গ্রেপ্তার রওশন আলী খোকন (২৮) কালারমারছড়া ইউনিয়নের আধাঁরঘোনা এলাকার অলি আহমদের ছেলে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মহেশখালীর কালারমারছড়া বাজারের আনন্দ মার্কেট এলাকায় ফাঁকা গুলি করে আতঙ্ক ছড়িয়ে ৩/৪ জন দূর্বৃত্ত অপহরণ করে কালারমারছড়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে। সে এবারের এসএসসি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে অংশগ্রহণ করবে। এ ঘটনার পর থেকে পুলিশ উদ্ধার অভিযানে নামে।
এসআই নির্মল চাকমা বলেন, “পুলিশের অব্যাহত অভিযানে দীর্ঘ ১৫ ঘন্টা পর কালারমারছড়ার জাইল্ল্যার ঘোনার পরিত্যক্ত বাড়ী থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। তবে পুলিশের অভিযানের বিষয়টি টের পাওয়ায় অন্য দূর্বৃত্তরা পালিয়ে গেলেও পুলিশ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।’’
“উদ্ধার স্কুলছাত্রীকে মহেশখালী উপজেলা চেয়ারম্যান মো. হোসেন ইব্রাহিমের উপস্থিতিতে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পিতার কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’’
এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তার খোকনকে আসামী করা হবে বলেও জানান এসআই নির্মল।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, “ অপহৃত ছাত্রীকে প্রায় সময় উত্যক্ত করতো কালারমারছড়ার পূর্ব আঁধারঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রাসেল। মঙ্গলবার দুপুরে অপহৃত ছাত্রী স্কুল থেকে বাড়ী ফিরছিল। ফেরার পথে কালারমারছড়া বাজারের আনন্দ মার্কেট এলাকায় রাসেলের নেতৃত্বে ৩/৪ জন দূর্বৃত্ত ফাঁকা গুলিবর্ষণ করে তাকে অপহরণ করে।”