বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির গঠনতন্ত্রের আলোকে কক্সবাজার জেলা শাখার ২০১৬-২০১৭ সালের (দুই বৎসর) জন্য কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। কার্যকরি কমিটি গঠনের উদ্দেশ্যে মুহাম্মদ তাহের কুতুবীকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশন কর্তৃক ঘোষিত তফসিল মোতাবেক ১৫ মার্চ নির্বাচনের দিন ধার্য ছিল। কার্যকরি কমিটির নির্ধারিত পদ সমূহের কোন পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলো- চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুল বারী, ভাইস-চেয়ারম্যান প্রফেসর জাফর আহমদ ও বাদল চন্দ্র বড়–য়া, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আবদুর রহিম, কোষাধ্যক্ষ শফিক আহমদ, যুগ্ম কোষাধ্যক্ষ আব্দুল মাবুদ, সদস্য যথাক্রমে- আব্দুর রউফ ছিদ্দিকী, রবীন্দ্রনাথ বড়–য়া, উক্যথিন, মুহাম্মদ বেদারুল ইসলাম, সুবোধ শর্মা, হাবিবুর রহমান, গাজী ফিরোজ খাঁনুন, অছিয়র রহমান, হাছান আহমদ ও শহিদুল হক।
এ ছাড়াও গঠনতন্ত্রের ১৫ এর (ক) অনুচ্ছেদের আলোকে কার্যকরি কমিটি কর্তৃক সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। নব গঠিত উপদেষ্টা পরিষদ হলো- প্রধান উপদেষ্টা পদাধিকার বলে কক্সবাজারের জেলা প্রশাসক, উপদেষ্টা যথাক্রমে- পুলিশ সুপার (পদাধিকার বলে), সিভিল সার্জন (পদাধিকার বলে), মোঃ তাহের কুতুবী (আজীব সদস্য-৫), আবদুল আলিম ইঞ্জিনিয়ার (আজীবন সদস্য-৬৩), মাহামুদুল হক সাবেক শিক্ষা অফিসার (আজীবন সদস্য-৫৫)।