চলতি টি ২০ বিশ্বকাপ ক্রিকেট নানা অঘটনের জন্ম দিচ্ছে। সেই অঘটনের তালিকায় এবার নাম উঠল বলিউড অভিনেতা অমিতাভের। খেলার মাঠের সমস্যা নিয়ে তার বিরুদ্ধে সম্প্রতি মামলা ঠুকে দিল ভারতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা উলহাস পিআর।
টি ২০ বিশ্বকাপের সুপার টেন পর্বে ২০ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তার গাওয়াটা নাকি ঠিক ছিল না। ভুলভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে বিগ বি’র বিরুদ্ধে নয়াদিল্লির অশোক নগর থানায় মামলা করেছেন ওই নির্মাতা।
মামলায় বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৫২ সেকেন্ডের পরিবর্তে জাতীয় সঙ্গীত গাইতে ১ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়েছেন অমিতাভ। এছাড়াও ‘সিন্ধ’ শব্দের পরিবর্তে ‘সিন্ধু’ ব্যবহার করেছেন তিনি। পুলিশ অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করেছে।
উলহাস অবশ্য বলিউডের তারকাদের বিরুদ্ধে মামলা করতে সিদ্ধহস্ত। ‘পিকে’ ছবিতে পুলিশকে ঠুল্লা বলায় আমির খানের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। এরপর ভারতে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় আমিরের বিরুদ্ধে মামলাও করেন।