সরকারের মন্ত্রী সভায় সংযুক্ত করার পরিকল্পনায় আছে আরো ২ জন পূর্ন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী। দলের এক উচ্চ পর্যায়ের নেতা সূত্রে এই তথ্য জানা গেছে। মন্ত্রী সভায় কক্সবাজার থেকে এক জন প্রতিমন্ত্রী করা হচ্ছে বলে আভাস দিয়েছেন ঐ নেতা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই প্রথম আওয়ামীলীগের সরকারে কক্সবাজার থেকে মন্ত্রী সভায় একজন সদস্য নিতে যাচ্ছে। ১০ম সংসদ নির্বাচনের পর থেকেই মন্ত্রী সভায় কক্সবাজার থেকে একজন মন্ত্রী করতে চাচ্ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। তবে যোগ্য মানুষ না পাওয়ায় এতোদিন তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। কক্সবাজার থেকে মন্ত্রী হতে পারেন সম্ভাব্য একটি তালিকা থেকে অনেক যাচাই বাছাই করে এখন ২ জনের নাম চুড়ান্ত তালিকায় রাখা হয়েছে বলে দলীয় সুত্রটি জানিয়েছেন। এই দু’জন হলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ সম্পাদক প্রশান্ত ভূষন বড়ুয়া ও কক্সবাজার ২ আসনের সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক।
আওয়ামীলীগে সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মন্ত্রী করার ইচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু যোগ্য ব্যক্তি না পাওয়ায় এতোদিন কক্সবাজারের কাউকে মন্ত্রী সভায় স্থান দিতে পারেননি। তবে ১২ বছর পর গত ৩১ জানুয়ারী কক্সবাজার জেলা আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হওয়ায় কক্সবাজার থেকে মন্ত্রী সভায় সদস্য করার বিষয়টি চুড়ান্ত করা হয়েছে বলে দলীয় একটি সুত্র নিশ্চিত করেছে।
কক্সবাজার থেকে মন্ত্রী সভায় সদস্য হতে পারেন এধরনের সম্ভাব্য তালিকায় রয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক , সাবেক ছাত্রলীগ নেতা প্রশান্ত ভূষন বড়–য়া। তাকে টেকনোক্রেট কোটায় প্রতি মন্ত্রী করা হতে পারে। বিশে^র বিভিন্ন দেশে সরকারের সাথে আওয়ামীলীগের পক্ষে লিয়াজো করে আসছেন প্রশান্ত ভূষন বড়ুয়া। যুদ্ধাপরাধিদের বিচার কার্যক্রম নিয়ে সারা বিশে^ প্রচারনা চালাচ্ছেন আওয়ামীলীগের এই সহ সম্পাদক। রাজনৈতিক বিচক্ষন এই সাবেক ছাত্রনেতা আওয়ামীলীগের অনেক গুরুত্বপূর্ন সিদ্ধান্তে পরামর্শ দিয়ে থাকেন।ওয়ান ইলাভেনের সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে সারা বিশ্বে আওয়ামীলীগের পক্ষে শেখ রেহেনা ও সজিব ওয়াজেদ জয় যেই আন্দোলন ও প্রচার প্রচারনা চালিয়ে ছিলেন তার সিংহভাগ কাজের নেতৃত্ব দিয়েছেন প্রশান্ত ভূষন বড়ুয়া।
মেধাবী ও দক্ষ প্রশান্ত ভূষন বড়ুয়ার অনেক সৃজনশীল কর্মকান্ডের কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের কাছে প্রশংসিত হয়েছেন । সারা দেশে ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা করে দেশ ব্যাপি ছাত্রলীগের নেতা কর্মীদের মান উন্নয়ন করেছেন প্রশান্ত বড়ুয়া। আর সারা দেশে ১০ হাজারের ও বেশি ছাত্রলীগের নেতা কর্মীর হাতে বিনামূল্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী বিতরন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রে আইন বিষয়ে পড়ালেখা শেষ করা এই মেধাবী তরুন আওয়ামীলীগ নেতা। সব ঠিক থাকলে আগামীতে মন্ত্রী সভায় সংযুক্ত হতে পরেন কক্সবাজারের এই কৃতি সন্তান।
প্রশান্ত ভূষন বড়ুয়ার এক শিষ্য তার অভিমত ব্যক্ত করে বলেন- Mohammad Ali–“যে কারণে প্রশান্ত দাদাকে সবার চেয়ে মন্ত্রী হওয়ার তালিকায় এগিয়ে থাকতে পারেন,,,, উচ্চতর পড়াশুনা জানা,আন্তর্জাতিক পরিমন্ডলে যোগাযোগ,বয়সে তরুন,সকল স্তরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ,পরিশ্রমি,সৃজনশীল, পরিচ্ছন্ন,প্রযুক্তিমনা,দেশবিদেশে একজন সফল সাবেক বির্তাকিক হিসেবে পরিচিতিপ্রাপ্ত, সর্বোপরি মধ্যবিত্তপরিবার হতে গড়ে উঠা একজন সফল ছাত্রনেতা।,,, ,,,,,এটি আমার মতামত,আমি বিশ্বাস করি মধ্যবিত্ততার কলেবর হতে বেড়ে উঠা দাদারা ছাত্ররাজনীতিতে অনেকের কাছে উৎসাহের কারণ”।
সরকারের নীতি নির্ধারক পর্যায়ের এক সিনিয়র নেতা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে অল্পদিনের মধ্যে আওয়ামীলীগ সরকারের মন্ত্রীসভায় প্রথমবারের মতো যুক্ত হবেন কক্সবাজারের প্রতিনিধি।এছাড়াও খুব শিগগিরই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) গঠন করা হচ্ছে। একই সাথে গুরুত্ব বিবেচনায় উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নির্বাচিত করা হবে কক্সবাজারের একজন পরিচ্ছন্ন ব্যক্তিকে।