বুধবার পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। কোয়ার্টার ফাইনালের খেলাগুলো অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার থেকে। এরমধ্যে স্থান নির্ধারণী ও প্লেট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোও চলতে থাকবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এগারোতম আসরে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন পাকিস্তান, ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ভারত।
আগামী শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। মিরপুর স্টেডিয়ামে সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে।
দেখে নিন এক নজরে কোয়ার্টার ফাইনালের সূচি
ক্রমিক নং তারিখ দল প্রতিপক্ষ ভেন্যু সময়
১ ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ নেপাল মিরপুর সকাল ৯টা
২ ৬ ফেব্রুয়ারি ভারত নামিবিয়া ফতুল্লা সকাল ৯টা
৩ ৭ ফেব্রুয়ারি ইংল্যান্ড শ্রীলঙ্কা মিরপুর সকাল ৯টা
৪ ৮ ফেব্রুয়ারি পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ফতুল্লা সকাল ৯টা