পবিত্র লাইলাতুল কদরের রজনী আজ। মহিমান্বিত ও পুণ্যময় রজনী হিসেবেও উল্লেখ করা হয়। এ রাতেই নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কোরান। মুসলমানদের জীবন বিধান। তাই পবিত্র কোরানে এ রাত হাজার মাস অপেক্ষা উত্তম বলে ঘোষণা করা হয়েছে। সাধারণত ২৬ রমজানের দিবাগত রাতকেই লাইলাতুল কদর হিসেবে পালন করা হয়ে থাকে। তবে ইসলামিক প-িতদের মতে, পবিত্র রমজান মাসের শেষ দশকের যে কোন বেজোড় রাতে লাইলাতুল কদর আসতে পারে। তবে হাদিস শরিফের বর্ণনা অনুযায়ী- ২৬ রমজান দিবাগত রাতটি পবিত্র লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা প্রবল। তাই প্রতি রমজানের এই রাতে শব-ই-কদরের রাত ধরে মুসলমানরা রাতব্যাপী ইবাদত করে থাকেন।
আজ শনিবার দিন শেষেই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে পবিত্র এ রজনী। মহাপুণ্যময় এ রাতে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা ইবাদত-বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করবেন। পবিত্র কোরান তেলাওয়াত, নফল নামাজ, তাসবিহ-তাহলিল, দান-সদকা ইত্যাদির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এ রজনী অতিবাহিত করবেন। এ জন্য সারা দেশের সব মসজিদে পুণ্যময় এ রজনী যথাযথভাবে পালনের জন্য বিশেষ কর্মসূচী নেয়া হয়েছে।