1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
আজ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন স্থানে ঈদ উৎযাপন - Daily Cox's Bazar News
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

আজ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন স্থানে ঈদ উৎযাপন

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০১৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বুধবার মৌলভীবাজার জেলার বিভিন্নস্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে সহস্রাধিক মুসল্লি অংশ নেন। মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে আজ বুধবার সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন এলাকা আগত নারী ও পুরুষ অংশ নেন। নামাজে ইমামতি করেন আলহাজ আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজাণ্ডি)।

এ ছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। উজাণ্ডি পীর আলহাজ আব্দুল মাওফিক চৌধুরীর অনুসারীরা ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা শুরু ও ঈদ পালন করে আসছে।

দেশের ধর্মপ্রাণ মুসলমান আগামীকাল বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করবে। তবে উপকূলীয় দ্বীপজেলা ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার একদিন আগে আজ বুধবার ঈদুল ফিতর উদযাপন করছেন।

শরিয়তপুর জেলার নুরিয়া উপজেলার দরবারে আউলিয়ার সুরেশ্বর পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মজনু মিয়া কালের কণ্ঠকে জানান, ভোলা জেলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার আজ বুধবার ঈদুল ফিতর উদযাপন করছেন। সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে তাঁর বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। তিনি নিজে ওই জামাতে ইমামতি করবেন।

একই সঙ্গে একই গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে সকাল ৯টায় এবং পঞ্জায়েত বাড়ির জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে জেলার বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া তজুমদ্দিন উপজেলার ছালাম মেম্বার বাড়ি, আব্দুল্লাহ মাঝি বাড়ি, লালমোহন উপজেলার লাঙ্গলখালীর পশ্চিম পাশে পাটওয়ারী বাড়ির জামে মসজিদসংলগ্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মজনু মিয়া বলেন, ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রাম, বোরহানউদ্দিন উপজেলার টবগী এবং মুলাইপত্তন গ্রাম, তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর এবং চাঁচড়া গ্রাম, লালমোহন উপজেলার পৌর শহর, ফরাজগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর এবং চর পাতিলা গ্রামের প্রায় তিন হাজার পরিবার প্রতিবছর একদিন আগে রোজা রাখেন এবং একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে থাকেন।

মজনু মিয়া আরো বলেন, “সুরেশ্বর পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া এবং ভাণ্ডারি শরিফ পীরের মুরিদ এসব পরিবারের সদস্যরা শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করে আসছেন।”

সুরেশ্বর পীরের অপর এক মুরিদ বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার হারুন অর রশিদ বলেন, “আমাদের মতে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলেই রোজা ও ঈদ পালন করা যায়। সে অনুযায়ী আমরা প্রতিবছর একদিন আগে রোজা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করে আসছি।”

একদিন আগে ভোলার প্রায় তিন হাজার পরিবার রোজা ও ঈদুল ফিতর পালনের ব্যাপারে ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন বলেন, “দেশের অনেক জায়গায়ই বহু মানুষ একদিন আগে ঈদ পালন করে থাকেন। এটা ধর্মীয় অনুভূতির বিষয়।” যারা এক দিন আগে ঈদ পালন করেন তাদের পক্ষেও যুক্তি রয়েছে বলে জানান জেলা প্রশাসক।

পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, “শুধু ভোলা নয়, দেশের আরো অনেক জায়গায়ই অনেক মুসলমান একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করছেন। এক একজন এক একভাবে ধর্মীও অনুষ্ঠান পালন করে থাকেন। তাই এ ক্ষেত্রে আমরা সেটা বন্ধ করতে পারি না। আবার তাদেরকে বেশি  উৎসাহীতও করতে পারি না।”

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications