আগামী ১৪ মার্চ ইন্টারন্যাশনাল ডে অব এ্যাকশন ফর রিভারস বা আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনে বাঁকখালী বাঁচাও আন্দোলন ও নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলার শাখার যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভায় অনুষ্ঠিত হয়।
বাঁকখালী বাঁচাও আন্দোলনের সভাপতি ও নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ নয়নের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলাম মাহমুদ, নদী পরিব্রাজক দলের জেলা সভাপতি আবদুল আলীম নোবেল, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাকিল, সহ-সভাপতি রাশেদুল আরাফাত ও আজিজ রাসেল, সাধারণ সম্পাদক মিনার হাসান প্রমুখ।
সভায় বাঁকখালী সহ কক্সবাজারের অর্থনীতির প্রাণ প্রবাহ ঐতিহ্যবাহী নদী গুলো দখল-দুষণ মুক্ত করার দাবীতে ১৪ মার্চ বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেয়া হয়।