কক্সবাজার রিপোর্ট : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কক্সবাজার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ ।
রাত ১২টা ১টি মিনিটে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ আলী হোসেনসহ জেলা কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। জেলা
আওয়ামীলীগের পক্ষে সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সাংসদ আশেক উল্লাহ রফিক, সাবেক সাংসদ এখিন রাখাইনসহ জেলা আওয়ামীলীগ নেতা কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা বিএনপি’র পক্ষে সাধারণ সম্পাদক শামিম আরা সপ্না, সাবেক সাংসদ লূৎফর রহমান কাজলসহ বিএনপি’র নেতা কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি পুষ্প মাল্য অর্পন করেন কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) মোঃ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু উজ্জল করের নেতৃত্বে নেতৃবৃন্দ।
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এর নেতৃত্ব শহীদ বেদিত পুষ্পস্তবক অর্পন করেন কক্সবাজার জেলা ছাত্রলীগ।
অমর একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্প মাল্য অর্পন করেন জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা, শহর, সদর, উপজেলা,ইউনিয়ন সহ জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত বিভিন্ন গন সংগঠনের নেতৃবৃন্দ।
যাদের আত্মত্যাগে বাঙ্গালী জাতী স্বাধীন মাতৃভাষা পেয়েছে সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে “রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার”। রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর আহ্বায়ক আরফাতুল মজিদ ও সদস্য সচিব মারুফ ইবনে হোসেনের নেতৃত্বে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
র্আন্তজাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্প অর্পণ করে ‘আমরা পথশিশু’ নামে সংগঠনটি। র্যালি শেষে পুষ্প অর্পন কালে উপস্থিত ছিল ৩৫ জনেরও বেশি পথশিশু। শ্রদ্ধা জানাতে পেরে সন্তুষ্ট পথশিশুরা।
কক্সবাজার বিমান বন্দর ব্যবস্থাপক সাধন কুমার মহন্তের নেতৃত্বে বিমান বন্দর কর্মচারীরা একুশের প্রথম প্রহরে কক্সবাজার শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন।
পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংবাদিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।