যুব বিশ্বকাপে অবশেষে কাঙ্ক্ষিত জয় পেলো আফগানিস্তান। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে কানাডাকে চার উইকেটে হারায় দলটি। অন্যদিকে, পরপর তিন ম্যাচে হেরে চলতি বিশ্বকাপ মিশন শেষ হলো কানাডার।
কানাডার দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৫.৫ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন তারিক স্ট্যানিকজাই। এছাড়া ওপেনার অধিনায়ক ইহসানুল্লাহ খেলেন ৩১ রানের ইনিংস।
কানাডার হয়ে মিরাজ প্যাটেল তিনটি ও শ্লোক প্যাটেল দুটি করে উইকেট নেন।
এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে মুসলিম মুসা ও সামসুর রহমান বোলিং তোপে ১৪৭ রান তুলতেই গুটিয়ে যায় কানাডা। আরসলান খান সর্বোচ্চ ৩৮ রান করেন। অধিনায়ক আবরাশ খান খেলেছেন ৩৩ রানের ইনিংস। কানাডার বিপক্ষে মুসা ও সামসুর রহমান প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন।