আবারো পিছিয়ে গেল মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। কাউন্সিলররা হতাশ ১২বারের পর ১৩ বারের মত সম্মেলনের তারিখ পরির্বতন হওয়ায় তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা আশায় ছিল ত্যাগী ও যোগ্য ব্যক্তি তাদের নেতা নির্বাচন করে মহেশখালীর উপজেলা হওয়ে উঠবে আওয়ামীলীগের দুর্গ। কিন্তু আশায় গুড়োবালি। অবশেষে ১৬ জানুয়ারীর পরিবর্তে ১৯ জানুয়ারী নির্ধারণ করা হলো বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগের ওয়ার্র্কিং কমিটির মিটিং শেষে সাংবাদিকদের জানায় বৈঠকে উপস্থিত একনেতা। কি কারণে বার বার পেচাচ্ছে সম্মেলনের তারিখ তা তিনি নির্দ্দিষ্টভাবে উল্লেখ করেননি। সংশয়ের মাঝেও এদিকে মহেশখালী আওয়ামীলীগের বেশ কয়েকজন ইউনিয়ন পর্যায়ের নেতা এবং কাউন্সিলরদের সাথে আলাপ করলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন- তারিখ পেছালেও ১৯ তারিখ সম্মেলন হবে এই আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হলে দলে প্রকৃত গণতান্ত্রিক চর্চা চালু থাকবে। জেলা নেতৃবৃন্দ এটা বুঝবেন। আবার অনেক কাউন্সিলর আগামী তারিখে সম্মেলন হবে কিনা সন্দিহান। এইবার পর্যন্ত মোট ১৩ বার সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে দলীয় একটি সূত্র। তৃণমূলের কর্মীরা এক প্রকার আশার মাঝে হতাশায় ভুগছেন বলে জানায় উপজেলার সিনিয়র একনেতা। সম্মেলনের পুন: তারিখ বিষয়ে জানতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীর সাথে যোগাযোগ করলে ১৯ তারিখ সঠিক নাই বলে জানিয়ে মিটিং চলছে বলে জানায়।