পুরনো প্রেমিক-প্রেমিকা জুটি নাকি ফিরে আসছেন। শোনা যাচ্ছে, কর্ণ জোহর পরিচালিত ছবিতে একসঙ্গে কাজ করবেন সলমন খান এবং ক্যাটরিনা কাইফ।
পুরনো প্রেমিক-প্রেমিকা জুটি নাকি ফিরে আসছেন। শোনা যাচ্ছে, কর্ণ জোহর পরিচালিত ছবিতে একসঙ্গে কাজ করবেন সলমন খান এবং ক্যাটরিনা কাইফ। তবে মূল চরিত্রে অভিনয় করবেন সুশান্ত সিংহ রাজপুত।
সালমান-ক্যাটরিনা শেষ একসঙ্গে কাজ করেছিলেন ‘এক থা টাইগার’ ছবিতে। রণবীর কপূরের সঙ্গে সদ্য বিচ্ছেদ হয়েছে ক্যাটরিনার। তারপর সলমনের সঙ্গে অনেকবারই দেখা করেছেন নায়িকা। ‘কফি উইথ কর্ণ ফাইভ’এও তাঁরা আসবেন একসঙ্গে। দেখা যাক, সল্লু-ক্যাটের দর্শন আবার ভক্তরা পান কি না!