বাংলাদেশ ব্যংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবির বলেছেন, আমার প্রথম কাজ রিজার্ভ চুরির রহস্য উদ্ঘাটন ও চুরি যাওয়া টাকা ফিরিয়ে আনা। বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একথা জানান।
সাংবাদিকদের সাথে আলাপকালে এসময় তিনি আরো বলেন, “পুরো ঘটনা তদন্তের মাধ্যমে বের করার জন্য যা যা করা প্রয়োজন, তাই করবো। সরকার, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী যে আস্থা রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, আমি তা পালনে সর্বাত্মক চেষ্টা করবো। এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
নতুন গভর্নর বলেন, “অপকর্মের হোতারা ধরা-ছোঁয়ার বাইরে, এটি আমি বিশ্বাস করি না। এর ক্লু বের করে অপরাধীদের শনাক্ত করা ও চুরি যাওয়া টাকা ফিরিয়ে আনতে সর্বোচ্চ পদক্ষেপ আমি নিতে চাই। সংকটকালীন মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব আমাকে দেয়া হলো। সংকট উত্তোরণের পাশাপাশি রিজার্ভ চুরির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশেষজ্ঞদের নিয়ে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হবে।”
এর আগে বুধবার বিকেলে সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ফজলে কবিরকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কেলেঙ্কারির এক মাসের বেশি সময় পর ড. আতিউর রহমান গভর্নর পদ ত্যাগ করেন। তিনি পদত্যাগের পর দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে অব্যাহতি দেয়ার সাথে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমকেও অব্যাহতি দেয়া হয়।