সানির আইটেম গানে আকৃষ্ট হয়েছেন শাহরুখ খানও। তার পরবর্তী সিনেমা ‘রয়েস’র একটি আইটেম গানে নাচতে দেখা যাবে সানিকে।
আরেক বলিউড হার্ট থ্রব হৃত্বিক রোশনও তার পরের সিনেমায় সানি লিওনকে আইটেম গানে রাখার পরিকল্পনা করেছেন।
এবার সেই তালিকায় যোগ হলেন বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খান! তার নতুন সিনেমা ‘দঙ্গল’ এ দেখা যেতে পারে সানিকে। ভারতের বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে।
কিছুদিন আগে আমির খান জানিয়েছিলেন, সানির সঙ্গে তার অভিনয় করতে কোনো সমস্যা নেই। পরে একসঙ্গে লাঞ্চও নাকি করেছেন আমির এবং সানি। সঙ্গে ছিলেন সানির স্বামী ড্যানিয়েল।
আর সানির সঙ্গে অভিনয়ে আপত্তি নেই সেই কথা রাখতেই ‘দঙ্গল’ সিনেমায় তাকে কোথাও রাখা যায় কি না চিন্তা চলছে। যদি সত্যিই আমিরের দঙ্গলেও অভিনয় করেন সানি লিওন তাহলে বলতে হবে তার পোয়া বারো। কেননা, তার ইচ্ছা তো পূরণ হতে চলেছে।
সানির ইচ্ছা ছিল বলিউডের তিন খানের সঙ্গে অভিনয় করার। মূল চরিত্রে অভিনয় না করলেও আইটেম গান দিয়ে হলেও তো একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের। আমির খানের সঙ্গে অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে শাহরুখ খানের সঙ্গ ইতিমধ্যেই নাকি শুটিং করছেন সানি। কিন্তু সালমান খান সানির সঙ্গে অভিনয়ের বিষয়ে এখনও কিছু বলেননি।