আরএসও নেতার সঙ্গে বৈঠকে এমপি বদির সম্পৃক্ততা নেই: বিজিবি
ডেইলি কক্সবাজার ডেস্ক।।
সময়ের কণ্ঠস্বর- কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও’র সাবেক কমান্ডর হাফেজ সালাউল ইসলামের সঙ্গে গোপন বৈঠকে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির উপস্থিতি থাকার বিষয়টি নাকোচ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার পিলখানায় বিজিবি সদর দফতরে জাতীয় বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি-২০১৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ কথা জানান।
গতকাল শনিবার টেকনাফের বাজহারছড়া ইউনিয়নের শ্যমালাপুরের এক বাড়ি থেকে আরএসও’র সাবেক কমান্ডার হাফেজ সালাউল ইসলাম, বাড়ির মালিক মাওলানা সৈয়দ করিম, সৌদি নাগরিক আবু সালে আহমেদ আল গাম্বী ও ঢাকার বাসিন্দা মৌলভী মো. ইব্রাহীমকে আটক করে বিজিবি।
এ ব্যাপারে জানতে চাইল বিজিবি প্রধান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে তারা রোহিঙ্গা শরণার্থীদের বিভিন্নভাবে উস্কানি দিচ্ছিলেন। বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের পূর্বানুমতি ছাড়া তারা সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ত্রাণ বিতরণ করছিলেন।’
তিনি বলেন, টেকনাফে সৌদি নাগরিক আবু সালে আহমেদ আল গাম্বী ও আরএসও নেতা হাফেজ সালাউল ইসলামসহ চারজনকে বিজিবি আটক করলেও ওই ঘটনার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির কোনো সংশ্লিষ্টতা নেই। এমনকি বৈঠকে ওই সংসদ সদস্য উপস্থিত ছিলেন না।
তিনি দাবি করেন, ওই সংসদ সদস্যকে জড়িয়ে একটি স্বার্থন্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে।
এ সময় আজিজ আহমেদ বলেন, ‘আমরা শক্তভাবে বলতে চাই, আরএসও ও বিদেশি কোনো অপশক্তিকে বাংলাদেশের মাটিতে অবস্থান করতে দেওয়া হবে না। তাদের কোনো ধরনের কার্যক্রম বাংলাদেশের মাটিতে সংগঠিত হতে দেওয়া হবে না।’
সূত্র-সময়ের কন্ঠস্বর