কক্সবাজার রিপোর্ট :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার শহর। দীঘ ১৩ বছর পর সম্মেলন অনুষ্টিত হওয়ায় নেতাকর্মীদের আগ্রহ বেড়েছে। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সম্মেলনের জন্য মনোনীত ৩৫০ জন কাউন্সিলর এর প্রায় এখন কক্সবাজারে অবস্থান করছেন। তাদের খোঁজ নিয়েই কুশল বিনিময় করার চেষ্টা করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এ ছাড়াও কাউন্সিলরদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠাও বিরাজ করছে।
মাতামুহুরী সাংগঠনিক উপজেলার বদরখালী থেকে আগত জসিম উদ্দিন
টিটু জানান, গতকাল ৩০ জানুয়ারী বেলা ১২টায় কক্সবাজার পৌছেছি। কোন প্রকার চাপ নেই, খুব ভালই লাগছে। জীবনে একটি বারের জন্য জেলা আওয়ামী লীগের সম্মেলনে আসতে পেরে আমি খুব খুশী। আমরা চাই সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হউক।
মহেশখালী থেকে আগত মাষ্টার রুহুল আমিন জানান, কাউন্সিলর মনোনীত করায় সম্মেলনে এসেছি। প্রায় অধিকাংশ কাউন্সিলর এখন কক্সবাজারে নিয়ে এসেছেন সম্ভাব্য প্রার্থীরা। তবে সকলের মাঝে সম্মেলন পরবর্তি কাউন্সিল অধিবেশন নিয়ে উৎকণ্ঠা আছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ এ কে আহমদ হোসেন জানিয়েছেন সম্মেলন নিয়ে যে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়েছে তা অভূতপূর্ব। সুষ্টভাবে সম্মেলন সম্পন্ন করতে পারলে দল লাভবান হবে। কাউন্সিলরদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি হওয়ায় তারা আগেই কক্সবাজার শহরে উপস্থিত হয়েছে।