বয়স মাত্র ২২। তাতে কি, ইতিমধ্যে বলিউডে নিজের অবস্থান শক্ত করে ফেলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। একে একে প্রথম সারির নায়কদের সঙ্গে জুটি বাঁধছেন। এবার তার বিপরীতে দেখা যাবে হৃতিক রৌশনের। বলিউডে জোর গুঞ্জন, ‘আশিকি-ত্রি’তে হৃতিকের নায়িকা আলিয়া। প্রথমে নাকি এই ছবির অফার পেয়েছিলেন সোনম কাপুর। কিন্তু সময় সমস্যায় পিছিয়ে যান নায়িকা।
পরিচালকের দ্বিতীয় পছন্দ ছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু হৃতিক নাকি কঙ্গনার সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ নন। তাঁদের প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল বলিউডে। সে কারণে কঙ্গনাও বাদ পড়েন এই ছবি থেকে। এরপর অফার আসে আলিয়ার কাছে।
আর তাতে নাকি একবারেই রাজি হয়েছেন মহেশ-কন্যা। তাই একরকম সোনম, কঙ্গনাকে হারিয়েই এই জায়গা দখল করেছেন তিনি। সত্যিই যদি এই ছবিতে আলিয়া অভিনয় করেন, সেক্ষেত্রে একেবারে নতুন এক জুটিকে দেখবেন দর্শকরা।