এ বছরের সেপ্টেম্বর মাসে গিয়ার এস ৩ স্মার্টওয়াচ বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য আইফা প্রযুক্তি সম্মেলন উপলক্ষে এই স্মার্টওয়াচের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের তথ্য অনুযায়ী, গিয়ার এস ৩ স্মার্টওয়াচটি হবে গোলাকার। এর সঙ্গে এস ২ স্মার্টওয়াচের সাদৃশ্য থাকবে। এস ৩ স্মার্টওয়াচে অপারেটিং সিস্টেমে হিসেবে ব্যবহৃত হবে স্যামসাংয়ের টাইজেন।
স্যামসাং কর্তৃপক্ষ সম্প্রতি গিয়ার এস ২-এর হালনাগাদ ঘোষণা দিয়েছে। এখন এস ২ স্মার্টওয়াচে স্মার্টফোন সংযোগ ছাড়াও সরাসরি অ্যাপ ডাউনলোড করা যাবে। এ ছাড়া ওয়াচফেসে নিজস্ব ছবি ব্যবহার করা যাবে। সহজে কল করা ও এসএমএস পাঠানোও যাবে।