টেকনাফ উপজেলার শামলাপুর পাহাড়ি বাগানে কুড়িয়ে পাওয়া একটি হরিণ শাবককে বন বিভাগে হস্তান্তর করেছেন হাবিব উল্লাহ হাবিব নামে এক যুবক।
সোমবার দুপুরে কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মো. আলী কবিরের হাতে তিনি আনুষ্ঠানিকভাবে হরিণ শাবকটি হস্তান্তর করেন। এ সময় সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যম ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
শামলাপুর শিফা গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হাবিব উল্লাহ হাবিব জানান, এক মাস আগে তার বাগানে অসুস্থ অবস্থায় হরিণ শাবকটি বাগানের পাহারাদাররা দেখতে পান। ওই সময় শাবকটি পেছনের পায়ে রক্তাক্ত অবস্থায় ছিল। পায়ে কুকুর অথবা শেয়ালের কামড়ে শাবকটি হাঁটতে পারছিল না। পরে তিনি সেটি উদ্ধার করে বাসায় নিয়ে যান। প্রয়োজনীয় চিকিৎসা ও প্যাকেটজাত দুধ খাইয়ে শাবকটিকে সুস্থ করে তোলেন।