ইনানী বন রক্ষা সহায় কমিটির আওতাধীন বন পাহারায় নিয়োজিত ২টি দলকে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। রোববার সকাল ১০ টায় উখিয়ার সিএমসি কার্যালয়ে অনুষ্ঠিত বন রক্ষা কমিটির সভায় ইনানীর বন রক্ষায় অনন্য অবদানের জন্য ২টি দলকে ২ লক্ষ টাকা এ অনুদান প্রদান করা হয়েছে।
বন রক্ষা সহায়ক কমিটির সদস্য শাহ জাহান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিজিবি কোম্পানী কমান্ডার আবদুল্লাহ আল মুসা, সহকারী বন সংরক্ষক সরওয়ার আলম, সিএমসির সদস্য সচিব ও রেঞ্জ কর্মকর্তা এম গোপাল রাজবংশী, সিএমসির অর্থ সম্পাদক অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, শেডের প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহাদাত হোসেন, ফিল্ড সুপারভাইজার আবু সরওয়ার প্রমূখ উপস্থিত ছিলেন।