আবারো পুরোনো কর্মস্থল জাতীয় ইংরেজি দৈনিক দি ইন্ডিপেনডেন্ট পত্রিকায় ফিরলেন কক্সবাজারের সংবাদকর্মী সায়ীদ আলমগীর। গত ২০ এপ্রিল বেক্সিমকো মিডিয়া গ্রুপের সিদ্ধান্ত মতে ইন্ডিপেনডেন্ট এর পক্ষে ব্যবস্থাপক মো. জগলুল হায়দার শাহেদ স্বাক্ষরিত পত্রে কক্সবাজার প্রতিনিধি হয়ে পুরোনো কর্মস্থলে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়।
কর্মব্যস্থতার কারণে ২০১৫ সালের মাঝামাঝি সময়ে ইন্ডিপেনডেন্ট থেকে অব্যাহতি নেন সায়ীদ আলমগীর। কিন্তু বিগত বছরের শেষ সময়ে এলএলবি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হবার পর ওশান প্যারাডাইস হোটেল থেকে অব্যাহতি নিয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবীশ অ্যাডভোকেট হিসেবে সায়ীদ আলমগীর সিনিয়র অ্যাডভোকেট তাপস রক্ষিতের অধীনে কর্মরত রয়েছেন। এখন পত্রিকাকে দেয়ার মতো পর্যাপ্ত সময় থাকায় ইন্ডিপেনডেন্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে আবারো পুরোনো কর্মস্থলে ফিরলেন তিনি।
সায়ীদ আলমগীর বর্তমানে দেশের আনলাইন পোর্টাল জাগোনিউজ টুয়েন্টিফোর ডটকম’র কক্সবাজার প্রতিনিধি ও স্থানীয় দৈনিক দৈনন্দিনের বার্তা প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।