কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদের অপহরণ ও ছিনতাইকারী চক্রের হোতা শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল বাহিনী সিকদার পাড়ায় রাতের বেলায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় লোকজন জানান, তারা বেশ কিছুদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করেছ। তার বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা থাকলেও তারা গ্রেফতার এড়িয়ে বেপরোয়া হয়ে উঠেছে। জিয়াবুল বাহিনী বর্তমানে ঈদগাঁও-ইসলামাবাদের সিকদারপাড়া দাপিয়ে বেড়াচ্ছে। তারা দিন-দুপুরে লোকজনকে মোবাইল ফোনে ডেকে সর্বস্ব হাতিয়ে নেয় বলে জানান ওই এলাকার লোকজন। এমনকি তার বিরুদ্ধে গেল নভেম্বর মাসে চট্টগ্রামের প্রয়াত আওয়ামীলীগের নেতা আখতারুজ্জমানের ভাগিনাকে অপহরণ করেছিল বলেও জানা যায়। সম্প্রতি জিয়াবুল ও তার গ্রুপের জসীম এবং শাহজাহান কে নিয়ে আলমাছিয়া মাদরাসার এক ছাত্রকে অপহরণ করে নিয়ে যায়। পরে ১ লাখ টাকা মুক্তিপন আদায়ের কথা বলে তাকে রক্তাক্ত করে ঈদগাঁও রাবার ড্যাম এলাকায় ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় তার বাহিনীর বিরুদ্ধে আহত মাদরাসা ছাত্র বাদি হয়ে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং জিআর-৪৬/১৫। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে বলে জানান ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশের ইনচার্জ মিনহাজুল করিম ভূঁইয়া। জিয়াবুল ইসলামাবাদের সিকদারপাড়া এলাকার শফিউল কবিরের পুত্র।