সারা বিশ্বের মধ্যে ইসলাম ধর্ম হল শান্তির ধর্ম । ইসলাম ধর্ম মহান আল্লাহ তায়ালার মনোনীত ধর্ম । হযরত মুহাম্মদ (সা:) আল্লাহর প্রেরিত রাসুল এবং মানব জাতির জন্য শেষ নবী । তিনি ছিলেন মানুষের একান্ত বিশ্বাসী মানুষ, তাই বিধর্মী থেকে শুরু করে সবাই তাকে বিশ্বাস করত এবং তার আমানত হিসেবে বিভিন্ন কিছু গুচ্ছিত রাখত। ইসলামের নিয়ম নীতির প্রতি অনুপ্রেরিত হয়ে আমি ইসলাম গ্রহন করেছি ।
আমার জন্য সবাই দোয়া করবেন, যেন আমার নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইসলাম ধর্ম আকড়ে থাকতে পারি ।
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী মনিকা। ৩০ মে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম রেখেছেন এমজি রহিমা। তামিল চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তিনি অভিনয় শুরু করেন। এ পর্যন্ত ৭০টিরও বেশি ছবিতে তিনি কাজ করেছেন। তেলেগু, মালায়লাম ও কান্নাডা ছবিতের তিনি পরিচিত মুখ।
শুক্রবার এক প্রেস কনফারেন্সে Monica embraced Islam, ২৬ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, ‘আমি টাকা বা প্রেমের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করিনি। ইসলামের নিয়মকানুন ও রীতিনীতি পছন্দ হওয়ায় আমি এ ধর্ম গ্রহণ করেছি। কার মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণে অনুপ্রাণিত হন তা তিনি জানাননি। তিনি আর চলচ্চিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। শিশুশিল্পী হিসেবে তিনি তামিল নাড়ুর জাতীয় পুরস্কার লাভ করেন। ২০০১ সালে মালায়লাম চলচ্চিত্রে অভিনয়ে শুরুতে তিনি নাম পরিবর্তন করে প্রাভিনা রাখেন
One thought on "ইসলাম গ্রহণ করলেন ভারতীয় নায়িকা মনিকা"
Comments are closed.