অনুর্ধ-১৪ কক্সবাজার জেলা ক্রিকেট দল বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায অংশ নিতে তারা গতকাল ২৯ জানুয়ারী বিকাল ৩টায় বান্দরবানের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়ে। কক্সবাজার জেলা ক্রিকেট দল ৩০ জানুয়ারি লক্ষীপুর, ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম ও ৩ ফেব্রুয়ারি খাগড়াছড়ি ক্রিকেট দলের মুখোমুখী হবে।
কক্সবাজার জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের খেলোয়াড়রা হলেনঃ আহনাফুজ্জামান দাহিয়ান, মামুনুর রশিদ, রায়হান উদ্দিন, মোঃ সামির সামাদ শাহার, মোঃ আয়াস ইমন, নাহিদুল হুদা অভি, রাহিনুল ফয়েজ, মোবারক হোসেন সানি, মোঃ সোহেল আজাদ, রিয়াজুল আরফাত, ইজ্জতুর রহমান ইমন, আবিদুল হক রাকিব, প্রশান্ত শর্মা ইলাদুল ইসলাম আলভি। কোচ- আহমেদ হোছাইন, টীম ম্যানেজার- ডিএসএ নির্বাহী সদস্য আজমল হুদা। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম থেকে তাদেরকে বিদায় জানানো হয়। বিদায় কালে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু ও ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন সহ অন্যান্য ডিএসএ কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত সকলে খেলোয়াড়দের তথা অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলের সফলতা কমনা করেন।