কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোষ্টে ২ হাজার ৪২৫ টি ইয়াবা সহ আটক ২ নারীকে ৪ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার এ সাজা প্রদান করা হয়।
বিজিবির কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, বুধবার রাতে টেকনাফ থেকে আসা একটি যাত্রীবাহি বাস তল্লাশী চালিয়ে মরিচ্যা চেকপোষ্টের বিজিবি সদস্যরা ২ হাজার ৪২৫ টি ইয়াবা সহ ২ নারীকে আটক করে।
আটকরা হল, উখিয়া উপজেলার মরিচ্যার রুমখা এলাকার ফরিদ আলমের স্ত্রী শামসুন্নাহার (৩০), একই এলাকার মৃত জাফর আলীর কন্যা শারমিন বেগম (২৬)। এদের বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে।