ঈদগাঁওতে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে বই মেলা যা ২২ ফেব্রুয়ারী শুরু হবে। চলবে ২৪ তারিখ পর্যন্ত। বাজারে নবনির্মিত পাবলিক লাইব্রেরী মাঠে এর আয়োজন হচ্ছে। বৃহত্তর ঈদগাঁওর সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস এ-ওয়ান এসোসিয়েশন’ মেলার আয়োজন করছে। আয়োজক সংগঠনের সভাপতি জসিম উদ্দীন জানান, মেলায় থাকবে ইউনিয়ন ভিত্তিক ৮টি বইয়ের স্টল, স্থানীয় শিল্পী বাহারী নির্মিত কাঠের ফুল প্রদর্শনী ও চাকুরী প্রত্যাশী ও চাকুরী দাতা প্রতিষ্ঠানের যোগাযোগ কেন্দ্র। প্রতিদিনের কর্মসূচীতে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সুধীদের আড্ডার আয়োজন রয়েছে। অংশগ্রহণকারী ইউনিয়ন হচ্ছে ঈদগাঁও, জালালাবাদ, ইসলামাবাদ, ইসলামপুর, পোকখালী, চৌফলদন্ডী, ভারুয়াখালী এবং রশিদ নগর। বইয়ের স্টলে অনুবাদ, কবিতা ও জীবনী গ্রন্থ, উপন্যাস, নাটক, ছোট গল্প, শিশুতোষ বই এবং দেশী-বিদেশী রেফারেন্সের বই থাকবে। সাধারণ সম্পাদক ওয়ারেছ মিয়া জানান, ২০১৫ সালের ২ জানুয়ারী কার্যক্রম শুরু করা এ ব্যতিক্রম সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা দু’শতাধিক। যাদের অধিকাংশই সরকারী-বেসরকারী বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং বৃহত্তর ঈদগাঁও এলাকার সম্ভাবনাময়ী ছাত্রছাত্রী। আয়োজকদের আশাবাদ যে, বইমেলা জ্ঞানের আলো বিতরণে ব্যাপক ভূমিকা রাখবে। এ আয়োজন বই ও জ্ঞান প্রেমীদের মধ্যে সেতুবন্ধন রচনার মাধ্যমে জ্ঞানের গভীরে অবগাহনে অনুপ্রেরণা যোগাবে। ৩ দিনের এ মেলার অনলাইন মিডিয়া পার্টনার হচ্ছে বৃহত্তর ঈদগাঁওর সর্বপ্রথম ও একমাত্র অনলাইন দৈনিক পত্রিকা ঈদগাঁও নিউজ ডটকম।