ঈদগাঁওতে অভিযান চালিয়ে দুইটি গুদাম থেকে প্রায় ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর কক্সবাজার। সোমবার দুপুরে ঈদগাঁও বাজার থেকে এসব পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে ঈদগাঁও বাজারের মহি উদ্দিন ও তৌহিদুল করিমের গুদাম থেকে ২ হাজার কেজি পরিবেশ ধংসকারি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পলিথিনের আনুমানিক মূল্যে প্রায় ৫ লক্ষ টাকা। পলিথিন গুদামজাত করার অভিযোগে মহি উদ্দিনকে ১০ হাজার ও তৌহিদুল করিমকে ১০ হাজারসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর ভূমি কমিশনার মাজহারুল ইসলাম।
শরিফুল ইসলাম জানান, গত দেড় মাস আগেও চকরিয়াসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমান পলিথিন জব্দ করা হয়েছিল। ওই সব পলিথিন ধংস করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা