সদরের ঈদগাঁও বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অধিদপ্তর। ৯ জানুয়ারী বিকাল ১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ অভিযান চলে। উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, খাদ্যে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে আকষ্মিক এ অভিযান পরিচালনা করেন স্বাস্থ্য বিভাগ। এদিন তারা ঈদগাঁও বাজারের হিরা কুলিং কর্নার, মিষ্টিবন, সোবহানিয়া ভাতঘর, হারুন ভাতঘর, পূর্বাণী হোটেল, হোটেল নিউস্টার, মোস্তফা কামাল ঝাল বিতান, মৌলভী স্টোর, গিয়াস কুলিং কর্নার, ভাই ভাই কুলিং কর্নার, মেসার্স রাসিব এন্ড ব্রাদার্স, জসিম স্টোর, ভাই ভাই স্টোর, মেসার্স মমতাজ স্টোর, শামসু হোটেল, ভাই ভাই কুলিং, জমজম কুলিং কর্নারসহ একাধিক প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় বাঁশঘাটাস্থ শাহ মজিদিয়া হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরীকৃত মিষ্টি ও বিভিন্ন মালামাল ধ্বংস করা হয়। এসময় স্থানীয় দোকানদারদের উদ্দেশ্যে ভোক্তা অধিকার আইন সম্পর্কে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন সেনিটারী ইন্সপেক্টর নুরুল আলম। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী বিকাশ চন্দ্র দে, মাইমুন আল রশিদ, সংবাদকর্মী শাহিদ মোস্তফা শাহিদ, অফিস সহকারী প্রদীপসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ। স্বাস্থ্য সহকারী বিকাশ চন্দ্র দে জানান, বৃহত্তর ঈদগাঁও বাজারসহ বিভিন্ন ইউনিয়নের মফস্বলের বাজারসমূহেও পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় সচেতন মহল দীর্ঘদিন পর হলেও এ অভিযান পরিচালিত হওয়ায় স্বাস্থ্য ও পরিবার অধিদপ্তরকে সাধুবাদ জানিয়েছে।