‘জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন বাঁচান, আত্মহত্যাকে না’ বলুন এ শ্লোগানে রামুর ঈদগড়ে আত্মহত্যা বন্ধে স্কুল ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রামুর ঈদগড় উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তারা বলেন, একটি ব্যর্থতা বা মানসিক আঘাত পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়া মোটেও উচিৎ নয়। বরং এটা চরম আত্মঘাতি, নিয়তির সাথে সাংঘর্ষিক ও ধর্মীয়ভাবে নিষিদ্ধ এবং অনৈতিক সিদ্ধান্ত। পৃথিবীতে অনেক বড় মহা মনিষীগণ জীবনে চরম বিপর্যয় কাটিয়ে সফলতা অর্জন করেছিলেন। তাই আত্মহত্যার পথ পরিহার করে ব্যর্থতা বা মানসিক আঘাতকে শক্তিতে পরিনত করে নতুন জীবনের সন্ধানে নিজেকে মনোনিবেশ করতে হবে।
আমরাই পারি-পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, কক্সবাজার এর আয়োজনে ক্যাম্পেইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঈদগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল শিকদার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারি কলেজ এর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক নির্বাণ পাল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, দৈনিক কক্সবাজার এর ঈদগড় প্রতিনিধি জহির উদ্দিন খন্দকার, আমরাই পারি-পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর সভাপতি স্বপন বড়–য়া, সহ সভাপতি শিউলি শর্মা, মাস্টার আকতার আহামদ, বাজার সমিতির সভাপতি নুরুল হুদা, মনিরুল ইসলাম, ডা. মংথুয়াইলা, রামু ওলামালীগের সভাপতি মাওলানা নুরুল আজিম, মাওলানা আবু বক্কর ছিদ্দিকী প্রমূখ।
অনুষ্ঠানে আয়োজনে সহযোগিতায় ছিলেন, উদ্যোগ উন্নয়ন কক্সবাজার, জাগো নারী উন্নয়ন সংস্থা, রামু, ওসমান ফাউন্ডেশন, কক্সবাজার, মুক্তি কক্সবাজার, শংকর মঠ ও মিশন কক্সবাজার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য সম্প্রতি দেশের আত্মহত্যার প্রবনতা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি প্রেমে ব্যর্থতার জেরে ঈদগড় ইউনিয়নে ৬ষ্ঠ শ্রেণি পড়–য়া এ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরই প্রেক্ষিতে এ ক্যাম্পেইন এর আয়োজন করা হলো।