রামুর ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা গ্রাম থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী ওই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মুর্শিদা আক্তার (১৪)। সে ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। রোববার ৩১ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় একটি বাগান থেকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মুর্শিদা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, মুর্শিদা আক্তারের সঙ্গে একই এলাকার মোহাম্মদ আলমের ছেলে ফারুকের সঙ্গে প্রেম বিনিময় চলে আসছিল। বিষয়টি উভয় পরিবার মেনে না নেওয়ায় এ ধরণের আত্মহত্যার ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।