বহুল আলোচিত উখিয়ার ভুলু হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশের যুবসমাজ ধ্বংসকারী মরণ নেশা ইয়াবা সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার শফিকুর রহমান প্রকাশ গুরামিয়া ফকিরের ছেলে আলমগীর প্রকাশ ভুলুকে এলাকার চিহ্নিত ইয়াবা গডফাদাররা নির্মম ভাবে খুন করে। উক্ত ভুলু হত্যা কান্ডের দীর্ঘ দেড় মাস পার হলেও রহস্য জনক কারনে থানা পুলিশ এখনো পর্যন্ত হত্যাকারীদের কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। সম্প্রতি উখিয়ার আলোচিত ভুলু হত্যা মামলাটি ধামাচাপা ও ভিন্ন খ্যাতে প্রবাহিত করার লক্ষে কৌশলে নিহতের আপন ভাই পরিচয় দিয়ে একই এলাকার আব্দুল নবীর ছেলে ও ভুলু হত্যা মামলার ৩ নং আসামী জিয়াবুল হক বিজ্ঞ আদালতের সাথে প্রতারনা করে আদালতে একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন। যেই মামলার কোন ভিত্তি নেই। মামলার বাদী নিহত ভুলুর স্ত্রী রোজিনা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী হত্যা মামলার ৩ নাম্বার আসামী কি ভাবে আদালতে মামলা দায়ের করেন। এবং আমার স্বামীর হত্যাকারীরা কি ভাবে এলাকায় প্রকাশ্যে ঘুরছে, আর আমার স্বামীর খুনিদের সাথে থানা পুলিশের গভীর সখ্যতা থাকায় আমার স্বামীর হত্যাকারিরা পার পেয়ে যাচ্ছে বলে তিনি জানান। বর্তমানে হত্যাকারীরা আমার স্বামীকে হত্যা করে ক্ষান্ত না হয়ে ফের আমাকে ১ সাপ্তার মধ্যে উক্ত হত্যা মামলা তোলে না নিলে আমার স্বামীর মত আমাকে ও আমার ছেলে মেয়েদেরকেও খুন করা হবে বলে মুঠোফুনে হুমকি ধমকি প্রদর্শন করেন। তাই আমি অতি শিঘ্রই আমার স্বামী হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা ও আমার জীবনের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।