1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
উখিয়ার পালংখালীতে নৌকার মাঝি হতে ৩ প্রার্থী মরিয়া - Daily Cox's Bazar News
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

উখিয়ার পালংখালীতে নৌকার মাঝি হতে ৩ প্রার্থী মরিয়া

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬
  • ২৭৪ বার পড়া হয়েছে

UP_nirbachan 1উখিয়ার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মাঝি হতে ৩ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মরিয়া হয়ে উঠেছে। অনুমোদিত ইউনিয়ন কমিটির বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি আলী আহমদ সহ ৩ জন আওয়ামীলীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীর নাম চূড়ান্ত করে উপজেলা আওয়ামীলীগের কমিটি বরাবরে প্রতিবেদন পেশ করার ঘটনা নিয়ে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন মনোনয়ন দৌড়ে সাবেক ছাত্রলীগ নেতা আলী আহমদ এগিয়ে রয়েছেন।

সরেজমিন নির্বাচনী এলাকা পালংখালী ঘুরে জানা যায়, গত ১২ এপ্রিল বিকাল ৩টায় থাইংখালী প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত পালংখালী আওয়ামীলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমএ মনজুর।

পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফজল কাদের ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের ২০ জন ডেলিকেটের মধ্যে ১২ জন ডেলিকেট সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত থাকায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এ বর্ধিত সভায় সর্বশেষ ও চুড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়ে পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী তালিকার শীর্ষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদের নাম উঠে আসে।

দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এমএ মনজুর ও ফজল কাদের ভুট্টো সহ ৩ জন মনোনয়ন প্রত্যাশীর চুড়ান্ত তালিকা উপজেলা আওয়ামীলীগের কমিটির বরাবরে যথাসময়ে দাখিল সম্পন্ন করলে শুরু হয় মতবিরোধ, কাঁদা ছুড়াছুড়ি ও পাল্টা বর্ধিত সভার তুগলকি কান্ড।

পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ মনজুর এক প্রশ্নের জবাবে বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বিরোধীতা বা প্রতিপক্ষ হয়ে মনোনয়ন প্রত্যাশীদের বিকল্প নাম প্রকাশের কোন অবকাশ নেই।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে পালংখালী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদ জানান, তার ব্যক্তিগত অর্থায়ন ও একক প্রচেষ্টা সহ সংসদ সদস্য আবদুর রহমান বদির ঐকান্তিক সহযোগীতায় ইতিমধ্যে থাইংখালী-তেলখোলা সড়ক সংস্কার করে প্রায় ১৫ হাজার মানুষের চলাচলের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ৭০ লক্ষ টাকা ব্যয় বরাদ্দে আনজুমানপাড়া বেড়িবাঁধ, গয়ালমারা এলাকায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে বিদ্যুতায়ন, তেলখোলা মন্দির ও মসজিদ সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।

জেলা পরিষদ, এডিবি, কৃষি উন্নয়ন কর্পোরেশন, এলজিইডি ও এলজিএসপি’র অর্থায়নে ৫টি প্রকল্পের আওতায় শতাধিক গ্রামীণ সড়ক সংস্কার ও নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে বর্ষীয়ান এ জেলা ছাত্রলীগ নেতা আলী আহমদ জানান, তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হলে পালংখালী ইউনিয়নে একটি কলেজ প্রতিষ্ঠা সহ পালংখালী থেকে উপকুলের মনখালী পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হবে। যাতে পালংখালী একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হয়।

স্থানীয় একাধিক কর্মী, সমর্থক, ভোটার জানান, আনজুমান পাড়া ২৫৬ একর চিংড়ি ঘেরের কর্তৃত ধরে রাখতে যারা বার বার চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে পেশী শক্তি ও স্থানীয় গোষ্ঠীভিত্তিক ক্ষমতার দাপট দেখাচ্ছে, বৃহত্তর সচেতন ভোটার সাধারণ আবারো তাদের প্রত্যাখ্যান করবে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শারীরিক চিকিৎসার জন্য ভারতে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া হয়নি।

তবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলী আহমদের নাম ঘোষণা করে একটি প্রতিবেদন দাখিল করেছে।

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications