উখিয়ার মরিচ্যা বাজার ষ্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে মরিচ্যা পান বাজার এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ৫ লক্ষাধিক টাকা। সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার মুছা মিয়ার ছেলে ইউনুছ দীর্ঘদিন ধরে মরিচ্যা পান বাজার এলাকায় ল্যাব তোষকের দোকান করে আসছিল। স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে নিমিষেই ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের ১ ঘন্টা পর ফায়ার সার্ভিস আসায় স্থানীয় এলাকাবাসীর তোপের মুখে পড়েন। সন্ধ্যা ৭ টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের উপজেলা প্রশাসন থেকে সাহায্য সহযোগীতা করা হবে। উখিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।