উখিয়া উপজেলা প্রশাসন পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা অর্ধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে। রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি দানু মিয়া, সাধারণ সম্পাদক ডাঃ কামাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ ষ্টেশন গুলোতে যান চলাচল স্বাভাবিক করতে এ প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। এর আগে সকালে থাইংখালী বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় সাধারণ লোকজন নির্বাহী কর্মকর্তার এ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।