উখিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহীন নিহত হওয়ায় আসামি করা হয়েছে সাবেক ছাত্রলীগ সভাপতি সরওয়ার কামাল পাশা ও তার ভাইকে। এ নিয়ে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে পোস্টারিং করে আসামিদের ধরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা, পাল্টা মামলার ফলে স’ানীয় আওয়ামী রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে চরম অসি’রতা। আইন শৃঙ্খলা পরিসি’তি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন রাত ১১টায় দোকান পাট বন্ধ রাখার নির্দেশ দিলে ব্যবসায়ী ও সাধারণ জনমনে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।
জানা গেছে, গত ১৮ জানুয়ারি রাত সাড়ে ১২টায় উখিয়া স্টেশনে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন শাহীন নিহত হন। এ ঘটনায় সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও ইউপি সদস্য সরওয়ার কামাল পাশা ও তার ভাই অপর ছাত্রলীগ নেতাসহ ৮ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা রুজু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মকবুল হোছাইন মিথুনের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রলীগ নেতা নামধারী দুর্বৃত্ত ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার উখিয়া ডিগ্রি কলেজ ও টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে শাহীন হত্যাকারীদের ধরিয়ে দেওয়ার দাবি জানিয়ে উখিয়ার বিভিন্ন স’ানে পোস্টারিং করা হয়েছে। এ প্রসঙ্গে মকবুল হোছাইন মিথুন বলেন, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাদের আইনের আওতায় না আনা পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে বালুখালী পানবাজার এলাকায় আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ইউপি সদস্য ফজল কাদের ভুট্টো ও একই এলাকার আওয়ামী লীগ নেতা বখতেয়ার আহমদ গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১১ জন আহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় মামলা করেছে। বিষয়টির স’ায়ী সমাধান না হওয়ায় দু’পক্ষের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা। সমপ্রতি পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীকে স’ানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বহিষ্কার করেছে। তার স’লাভিষিক্ত হয়েছেন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য ফজল কাদের ভুট্টো। আরেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দু শুক্কুর দাবি করছেন, ২৬ জানুয়ারি চেয়ারম্যান বহিষ্কৃত হলে ২৭ জানুয়ারি ইউপি সদস্যদের মধ্যে প্রত্যক্ষ ভোটে ৭ ভোট পেয়ে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে ইউএনও ও জেলা প্রশাসক বরাবরে রেজুলেশন কপি প্রেরণ করে অবহিত করা হয়েছে। শুক্কুর মেম্বার জানান, তথাপিও প্রশাসন ভুট্টোকে অযৌক্তিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করেছে। তিনি বলেন, অধিকাংশ ইউপি সদস্য নিয়ে তিনি ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার স’ানীয় কতিপয় আওয়ামী লীগ নেতা স্বাক্ষরিত একটি অভিযোগ জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়। অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজল কাদের ভুট্টোকে অবিলম্বে প্রত্যাহার করে নেয়ার দাবি জানানো হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা।