উখিয়া উপজেলার বালুখালী এলাকায় যাত্রীবাহি সিএনজি ট্যাক্সিতে তল্লাশী চালিয়ে ১ হাজার ৯৭০ পিস ইয়াবা সহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে এ অভিযান চালানো হয়।
আটক মোহাম্মদ হোসাইন (২৭) মিয়ানমারে মংডু শহরের ক্ষুরতলা এলাকার বাসিন্দা।
বিজিবির কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, টেকনাফ থেকে আসা যাত্রীবাহি সিএনজি
ট্যাক্সিটি তল্লাশী চালিয়ে ইয়াবা সহ এ যুবককে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।