টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা রবিবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিসে তল্লাশী চালিয়ে ৩৯৭০পিস ইয়াবা সহ টেকনাফ উপজেলার কারকানপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ কাদের (৩২) আটক করেছে। বিজিবি’র সুবেদার মোল্লা ফেরদৌস সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে উক্ত ইয়াবা ও পাচারকারীকে আটক হয়েছে। এসময় ইয়াবা বহনের দায়ের স্পেশাল সার্ভিস (যার নং-কক্সবাজার-জ-১১-০১১৯) কে জব্ধ করেছে বলে তিনি জানান। আটককৃত ইয়াবা ও জব্ধকৃত গাড়ীর মূল্য আনুমানিক ২৬ লক্ষ ৯হাজার টাকা।