উখিয়ায় ছুরিকাঘাতে কলেজ ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় উখিয়া থানায় অবশেষে মামলা দায়ের করেন। নিহতের শাহিনের মাতা সাহেদা আকতার বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২২/১৬, তারিখ: ২৯/০১/২০১৬ইং। ইতিমধ্যে ঘটনার জড়িত থাকার সন্দেহে ১ যুবককে আটক করতে সক্ষম হয়েছে উখিয়া থানা পুলিশ।
আটক যুবকের নাম মানি দাশ, তিনি উখিয়া বাজার এলাকার শ্যামল দাশের ছেলে।
উখিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, ছাত্রলীগ নেতা হত্যার অভিযোগে ১ যুবককে আটক করা হয়েছে। অপরাপর আসামীদের ধরতে পুলিশ অভিযান জোরদার করা হয়েছে।
গত বৃহস্পতিবার উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত মাস ব্যাপী তাঁতী ও বস্ত্র মেলায় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন শাহীনের সাথে সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনার জের ধরে ওই দিন রাত ১টার দিকে উপজেলা সদর স্টেশনে পূর্বপরিকল্পিত ভাবে জাহাঙ্গীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ছাত্রলীগ নেতা মামুন কে উপর্যপুরী ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।