কক্সবাজার দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন সদর বিট এলাকায় সরকারী বন বিভাগের জায়গার উপরে অবৈধ ভাবে গড়ে উঠা বসত বাড়ী উচ্ছেদ করেছে বন বিভাগ।
রোববার সকাল ১১ টায় এ উচ্ছেদ অভিযান চালায়। জানা গেছে, উখিয়া সদর বিট কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে একদল বন কর্মী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপালং ইউনিয়নের টি এন্ডটি শীলের ছড়া নামক এলাকার মৃত মোঃ শফির ছেলে এলাকার চিহ্নিত ভুমিদস্যু ইলিয়াছ স্থানীয় বিট কর্মকর্তা ও বন প্রশাসনকে বৃদ্ধঙ্গুলি দেখিয়ে সরকারী বন ভুমির জায়গা অবৈধ ভাবে দখল করে নির্মান করে আসছিল সেমিপাকা বাড়ী। অবশেষে বন বিভাগ উক্ত বাড়ীতে অভিযান চালিয়ে বাড়ীটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, থাইংখালী বিট কর্মকর্তা মোঃ আব্দুল মন্নান, মোছারখোলা টহল ফাঁড়ির ভারপ্রপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ সরকার। এ ব্যাপারে, উখিয়া সদর বিট কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম বন বিভাগের জায়গার উপরে অবৈধ ভাবে গড়ে উঠা বসত বাড়ী ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং জবর দখলকারীদের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে, আর এতে অবৈধ জবর দখলকারীরা যতবড়ই শক্তি শালী হোকনা কেন তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা বলে জানান।