উখিয়া উপজেলায় মরিচ্যা বাজার থেকে পালংখালী স্টেশন পর্যন্ত দূরত্ব ৩০ কিলোমিটার। এ ৩০ মিটার এলাকার সড়কের দুই পাশে ১৫ হাজার মানুষ অবস্থান নিয়ে ছিল মাদক বিরোধী। এসব মানুষ সকল প্রকার মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, পাচার বন্ধ করার পক্ষে কথা বলেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঘোষিত মাদক দ্রব্য বিরোধী সচেতনতা মাস উপলক্ষ্যে উখিয়া উপজেলায় প্রশাসনের সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে এ সব মানুষ অংশ নেন।
বৃহস্পতিবার বেলা ১১ টায় র্যালী সহকারি ৩০ কিলোমিটার এলাকায় ৩০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন এনজিও সংস্থা, সচেতন ব্যক্তিবর্গ সহ প্রশাসনিক কর্মকর্তারা মানববন্ধনে অংশ নেন।
ওই সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।