উখিয়ার ইনানী পুলিশ অভিযান চালিয়ে জালিয়াপালং বিট অফিস পাড়া এলাকা থেকে দুই মাদক সেবীকে বৃহস্পতিবার ভোরে আটক করেছে। আটকরা হচ্ছে জালিয়াপালং বিট অফিস পাড়া গ্রামের শামশুল আলমের ছেলে জাফর আলম ও লম্বরী পাড়া গ্রামের শফি আলমের ছেলে জাফর আলম। ইনানী পুলিশ ফাঁড়ির আইসি মোঃ একরাম জানান , তাদেরকে মাদক সেবন করার সময় আটক করা হয়েছে।