কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বর্তমান আওয়ামীলীগ সরকার কৃষক বান্ধব, এ কারণে কৃষকের দৌরগোড়ায় সার ও নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে। অতীতের অনেক সংসদ সদস্য এরকম রাবার ড্যাম নির্মাণের চিন্তা করেনি। আমি কাজ পাগল।
শিক্ষা, স্বাস্থ্য, যাতায়ত ও দূস্থ মানুষের সেবা করায় আমার একমাত্র কাজ। উখিয়া-টেকনাফে ৫টি রাবার ড্যাম স্থাপন করেছি। এটাও উখিয়াবাসীর জন্য গৌরবের বিষয়। সংসদীয় আসনের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার জন্য জনসাধারণের সহযোগীতা কামনা করেছেন।
রোববার সকাল ১১ টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা-দোছরী খালের উপর রাবার ড্যামের ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এলাকার প্রবীণ মুরব্বি মৌলানা ফরিদুল আলম।
বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উখিয়া থানার ওসি হাবিবুর রহমান, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জুবায়ের, রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন, সহকারী প্রকৌশলী সওরব আলী, উখিয়া কৃষকলীগের সাবেক আহবায়ক কাজী আকতার উদ্দিন টুনু, আওয়ামীলীগ নেতা আমিনুল হক আমিন, টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক জিয়াউল হক হান্নান, ইউপি সদস্য নুরুল কবির, মহিলা সদস্য কামরুন্নেছা, আওয়ামীলীগ নেতা কবির আহাম্মদ বাবুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হরিণমারা-দোছরী রাবার ড্যামের ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৫ কোটি, ৫ লক্ষ ৬৭ হাজার টাকা বলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন।