উখিয়া কলেজ ছাত্রলীগেরনেতা মোঃ শাহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উখিয়া উপজেলা ছাত্রলীগের আওতাধীন বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আল বেলাল। প্রধান অতিথি ছিলেন, পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজল কাদের। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন। বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উখিয়া উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহমদ, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক তহিদুল আলম, ইমন মল্লিক বাবু ও আলমগীর আলম নিশা। এতে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবদুর রহিম রাজা, সহকারী শিক্ষক ছৈয়দ আলম, উপজেলা তাঁতীলীগ নেতা মোঃ ইসমাইল, ইদ্রিস, বুজুরুজ মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা আবু বক্কর, মোঃ ইব্রাহিম, সরওয়ার হাসান, উখিয়া কলেজ ছাত্রলীগ নেতা সাইদুল আমিন টিপু, আনিসুল মোস্তাফা, পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের নেতা কাশেম আলী, নুরুল ইসলাম চৌধুরী চৌধুরী টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের আহবায়ক লুৎফুর রহমান, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, উখিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক মোঃ ইসহাক ও রাজাপালং মাদ্রাসার সভাপতি এহসান প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায়। এ সরকারের আমলে দলীয় নেতাকর্মীদের খুন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় উখিয়া ছাত্রলীগ নেতা শাহিনকে হত্যা করা হয়। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি খুনিদের ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।