উখিয়ায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে কলেজ ছাত্রলীগ নেতা মোঃ শাহীন (২২) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৬ জন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উখিয়া সদর সওজ অফিসের সামনে সড়কের উপর এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। গুরুতর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ছাত্রলীগের ৭/৮ জন একটি দল উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্টিত তাঁত শিল্প ও বস্ত্র মেলা উপভোগ করে বাড়ী ফিরছিল। পতিমধ্যে সড়ক ও জনপদ বিভাগের অফিসের সামনে আসলে শুরু হয় সংঘর্ষ। এ সময় সিকদার বিল ঢালার মূখ এলাকার প্রবাসী রশিদ আহম্মদ প্রকাশ কালু হাজীর ছেলে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসীর উপর্যপুরি ছুরিকাঘাতে উখিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ফলিয়াপাড়া গ্রামের হাজী মোঃ কালুর ছেলে মোঃ শাহিন (২২) নিহত হয়। এ সময় নিশান, ইব্রাহিম, লুৎফুর, নজরুল সহ ৬ জন গুরুতর ভাবে আহত হয়েছে। যুনিহত মোঃ শাহিনের লাশ ময়না তদন্ত শেষে শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় নামাজে জানাযা উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্টিত হয়। নামাজে জানাযায় দলমত নির্বিশেষে অসংখ্য মুসল্লি অংশ গ্রহন করেন। পরে কেন্দ্রীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। মরহুমের নামাজে জানাযায় উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান বলেন, সর্বসাধারনের সহযোগীতায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। সন্ত্রাসী হামলায় নিহত শাহিনের লাশ দুপুরে তার ফলিয়াপাড়াস্থ গ্রামের বাড়ীতে নিয়ে আসা হলে মায়ের আহাজারী ও পরিবারের সদস্যদের আবেগ আপ্লুত কান্নায় এক হ্দয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। নিহত শাহিনের বড় ভাই বশির আহম্মদ বলেন, সন্ত্রাসী জাহাঙ্গীরের ছুরিকাঘাতে শাহিনের মৃত্যু হয়েছে। এলাকায় থমথমে অবস্থা ও বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রন রাখার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি অবস্থান লক্ষ্য করা গেছে। এ ঘটনায় তাঁত শিল্প ও বস্ত্র মেলার সমস্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন।