উখিয়ায় সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকা সহ ৪ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া ষ্টেশনের মালেক ফার্মেসীর সামনে এ দূর্ঘটনাটি ঘটে। বর্তমানে আহত ৩জন উখিয়া ও স্কুল শিক্ষিকা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা জিন্নাত (২৭) একই গ্রামের রুনা আক্তার (২৩) ও তাদের দুই শিশু কন্যা টমটম গাড়ী নিয়ে উখিয়া ষ্টেশনে আসার পথে মালেক ফার্মেসীর সামনে পৌঁছলে কক্সবাজার মূখী একটি নোহা গাড়ীর সাথে মূখোমূখি সংঘর্ষে আহত হন। এসময় প্রত্যক্ষদর্শী লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার উখিয়া হাসপাতালে ভর্তি করায়। আহত স্কুল শিক্ষিকা জিন্নাতের অবস্থা এখনো শংকামুক্ত নয় বলে কক্সবাজার হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।