উখিয়ায় মোহাম্মদ শাহিন এর হত্যা মামলায় উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিন নামের এক যুবককে আটক করেন। সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল গ্রামের আলী আহাম্মদ এর ছেলে বলে পুলিশ জানিয়েছেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন, তাকে সন্দেহজনক ভাবে গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে, গত ২৭ জানুয়ারী বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ দু’গ্র“পের মাঝে সংঘর্ষে উখিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন নিহত হয়। এ সময় আহত হয়েছে আরো ৬ জন।