উখিয়ায় ১৯ বোতল মিয়ানমার তৈরী মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছেন।
উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ জাকের হোসন বলেন, রোববার ভোরে হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যাপালং এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। এ ব্যাপারে পুলিশ একই এলাকার অছিউর রহমানের ছেলে নুরুল ইসলামকে আসামী করে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা রুজু করেছে বলে উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন।